৭৪ বারেও সাগর-রুনি হত্যার প্রতিবেদন দিতে পারেনি তদন্ত সংস্থা

নিউজ ডেস্ক।।
৭৪ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। ১৪ অক্টোবর পুনরায় দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও, তদন্ত সংস্থা র‌্যাব আদালতে প্রতিবেদন দাখিল করেনি। পরে আবারও সময় আবেদন করে র‌্যাব। র‌্যাবের আবেদন মঞ্জুর করে মহানগর হাকিম মিল্লাত হোসেন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ১৪ অক্টোবর পর্যন্ত সময় দেন র‌্যাবকে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় শেরেবাংলা থানায় করা হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হলে, হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ৭৩ বার আদালত থেকে সময় নিলেও, র‌্যাব সাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।