মারুফ কল্প।।
সারাদেশের মত কুমিল্লায় আবারও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেলার ক্যান্টনমেন্ট ফাঁড়ির পুলিশ সদস্যা। রোববার দিন ব্যাপি বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালিয়েছেন তারা।
জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এর নির্দেশনায় এ ফাঁড়ি এলাকায় করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পড়া ও মহামারি সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করেন তারা।
ক্যান্টমেন্ট ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে রোববার দিন ব্যাপি আলেখারচর, আমতলী, ক্যান্টনমেন্ট মার্কেটসহ বিভিন্ন এলাকায় মাইকিং ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বিনামূল্যে মাস্ক বিতরণ ও এমন সচেতনতামূলক মাইকিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এসময় এস আই শামস উদ্দিন, এ এস আই আশিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।