ডেস্ক রির্পোট।।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রণে নগরীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৭জন পরোয়ানাভুক্ত আসামি। বাকি ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটকের পর রোববার (২২ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. সহিদুর রহমান জানান, কুসিক নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে বিশেষ অভিযান চলছে। এতে নিয়মিত মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা নগরীর ডুমুরিয়া চানপুর এলাকার নজরুল ইসলাম, মো. রুবেল, বশিরুল ইসলাম, শুভপুর এলাকার মাহাবুব, দক্ষিণ চর্থার আকাশ হোসেন, দক্ষিণ চানপুর এলাকার মঞ্জুর হোসেন বাদল, কুচাইতলী মধ্যপাড়া এলাকার মো. দিদার হোসেন, দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. কাউছার, মাসুদ রানা, মুন্সীগঞ্জের সাইদুজ্জামান, গাজীপুরের রাজন মিয়া ও লক্ষ্মীপুরের মো. লিটন।