নাজমুল সবুজ,কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে সময় নারী- শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে তাদের কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
বুড়িচং থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫ টি পরিবার অবৈধ ভাবে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৬ জন শিশু। এসব রোহিঙ্গারা বুধবার সড়ক পথে যানবাহন পাল্টে পাল্টে কক্সবাজার থেকে কুমিল্লা আসে। বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা চালায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, সীমান্ত পাড়ি দেওয়ার সময় খাড়েরা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে বুড়িচং থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে কক্সবাজারে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।