কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে র্যালি আলোচনাসভা কেক কাটার মধ্যে দিয়ে কুমিল্লায় বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩১মে) সকালে কুমিল্লা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)।
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, এলজিআরডির মন্ত্রীর উন্নয়ন সম্বনয়ক মো:কামাল হোসেন ।
স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিক। অনুষ্ঠানে আলোচনাসভায় বক্তব্য রাখেন-কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এটিএনবাংলা-এটিএন নিউজের স্টাফ রিপোর্টোর খায়রুল আহসান মানিক,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া,কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুকী তাপস,দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি ও ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া,এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহির শান্ত,মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দেশটিভি কুমিল্লা প্রতিনিধি ও পথিকৃত কুমিল্লার সম্পাদক সুমন কবির,নাগরিক টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ,আনন্দটিভির জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখী,এসএ টিভির জেলা প্রতিনিধি ও স্বদেশ প্রতিদিন রফিকুল ইসলাম,কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো:আবদুর রহমান,কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফরিপোর্টার কাজী শামীম আহমেদ, দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন,জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান,চ্যানেল এস টিভির প্রতিনিধি রাজিব সাহা,বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীরর আলম জাবির,বুড়িচং প্রেসক্লাবের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাশার খান,পেশাজীবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, দৈনিক রুপসীবাংলার ষ্টাফরিপোর্টার জয়নাল আবেদিন জয়,ভোরের চেতনা পত্রিকার আয়েশা আক্তার, সাংবাদিক আউয়াল সরকার,মুজিবুর রহমান রনিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কুমিল্লার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।