তাপস চন্দ্র সরকার।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরবেলা কুমিল্লা জেলা ও দায়রা জজ এর খাসকামরায় কুমিল্লা সিভিলকোর্ট কমিশনারদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।
এসময় কুমিল্লা সিভিলকোর্ট কমিশনার এসোসিয়েশনের সভাপতি মোঃ আরমান হোসেন (মোশারফ) ও সাধারণ সম্পাদক কাজী মোঃ জাকির হোসেনসহ সিভিলকোর্ট কমিশনারদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন সদ্য বিদায়ী কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকারসহ কুমিল্লা সিভিলকোর্ট কমিশনার এসোসিয়েশনের সকল সদস্যগণ। উল্লেখ যে, আদালতের নির্দেশে বিবাদমান জমির সরেজমিনে তদন্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে থাকেন সিভিলকোর্ট কমিশনাররা।
এসময় জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন- এ পরিচয়পত্র গুলো আমার স্বাক্ষরিত। আপনারা এমন কোন কাজ করবেননা যেন আমার সন্মান ক্ষুন্ন হয়। তিনি আরও বলেন- এই পরিচয়পত্র বহনকারী কেউ যদি কোন বেআইনি কাজ করে তাহলে তাঁর সাটিফিকেট বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।