স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় জীবিত নবজাতককে মৃত ঘোষণার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা.ফরিদুল আলমকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, গাইনি বিভাগের ডা.রায়হানা সুলতানা বেগম ও হাসপাতালের আবাসিক সার্জন ডা.আবদুল আউয়াল সোহেল।
জেলার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের নবজাতকের বাবা জামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী শিউলী আক্তারের প্রসব বেদনা উঠলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সিজারিয়ানের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনদের কাছ থেকে একটি কাঁথা নিয়ে শিশুটিকে মুড়িয়ে মেঝেতে ফেলে রাখেন ওই হাসপাতালের আয়া। এরপর নবজাতককে কার্টুনে ফেলে রাখা হয়। এভাবে প্রায় চার ঘণ্টা রাখার পর ওই নবজাতককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে বাড়ি নিয়ে দাফনের জন্য কার্টুন খুললে শিশুটি নড়ে ওঠে। তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো. মজিবুর রহমান জানান, তদন্ত কমিটিকে ১৪ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্টে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কারণ, প্রতিটি জীবন মূল্যবান। যারা রোগীর জীবন নিয়ে দায়িত্বে অবহেলা করবে তাদের ছাড় দেওয়া হবে না।