স্টাফ রিপোর্টার।।
লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, বগুড়ার বিএনপি’র সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, ড্যাব এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব ডা. সরকার মাহমুদ আহমেদ শামীম সহ অনেকে।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর শরফরাজ আহেমদ শরফুর পরিচালনায় ও আবু নাসের শেখ এর সভাপতিত্বে সার্বিক আয়োজনে ছিলেন ফারুক হোসাইন, আমিন ইসলাম, তুহিন মোল্লা।