এন এ মুরাদ,মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজরের প্রায় তিন হাজার দোকানদারকে ইজারা মুক্ত করে দিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।
প্রায় দেড়শ’ বছরের পুরনো ওই বাজারটি নৌপথ ও স্থলপথের যোগাযোগের সুবিধা থাকায় ঢাকা -নরসিংদী থেকে আগে প্রতিদিনই জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য আসত। এখন পানির নাব্যতা সংকটে সপ্তাহে দুটি পণ্যবাহী জাহাজ আসে। তাঁত, পাট ,কাঠ , শুটকি, ও কুমার পল্লীর জন্য বিখ্যাত এ বাজারটি চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বাজার নির্বাচিত হয়েছিলো একাধিকবার।
সূত্র জানায়, করোনার প্রভাবে ব্যবসায়ীদের খারাপ সময় চলছে। তাই এমপি ইউসুফ হারুনের নির্দেশনায় ব্যবসায়ীদের ইজারা মুক্ত করে দিয়েছে রামচন্দ্রপুর বাজারের ইজারাদার সাবেক ইউপি সদস্য আবু হানিফ।
এব্যপারে ইজারাদার আবু হানিফ বলেন, মাননীয় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশনায় রামচন্দ্রপুর বাজারের সকল ব্যবসায়ীদেরকে ইজারা মুক্ত করা হয়েছে। এখানে প্রায় তিন হাজার দোকান রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।