দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি

 

ad

যথাযোগ্য মর্যাদায় দেবিদ্বার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পতবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সর্বস্ত্ররের জনতার অংশগ্রহনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধা চত্ত্বর ও গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ার মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মূন্সী আব্দুর রৌফ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা মো. সফিউল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুব শক্তির কুমিল্লা জেলা নেতা কাজী নাছির উদ্দিন, মো. নাঈম হাসান প্রমুখ।