প্রেস বিজ্ঞপ্তি।।
বুড়িচং উপজেলাধীন পৌরসভার জগৎপুর গ্রামে ৫ ডিসেম্বর বেলা ৯ ঘটিকা থেকে জুম্মা অবধি ধারাবাহিক ফ্রি মেডিকেল ক্যাম্পের ৩য় ধাপের আয়োজন সম্পন্ন করেন ড. মোবারক হোসাইন। চাহিদাসম্পন্ন ৮ টি বিভাগের ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় করেন জগৎপুর গ্রামের কৃতি সন্তান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান। ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লা।

ক্যাম্পেইনে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে সুন্নতে খৎনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রায় ১৫০০ জন অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মোবারক হোসাইন বলেন, ” আগামীর বাংলাদেশ গঠনে কালো টাকা, সন্ত্রাসবাদ ও ভয়ভীতি নয় আমরা কল্যাণমূলক কাজের মধ্যদিয়ে জনপদ গঠন করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ আমাদের কবুল করবেন এবং আমরা বর্তমানে নির্বাচিত না হয়ে যেভাবে সেবা অব্যাহত রেখেছি তা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

ক্যাম্পেইনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমির অধ্যাপক ওয়াহিদুর রহমান, সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, পৌরসভা আমির মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন এর উপজেলা সেক্রেটারী জনাব জয়নাল আবেদিন, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল আলম, জনাব গিয়াস উদ্দিন, জনাব কবির হোসেন সহ প্রমুখ।