লন্ডনে অনুষ্ঠিত হয়েছে “তারেক রহমানের নীতি ও রাজনীতি” শীর্ষক আলোচনা সভা

ফারুক হোসাইন, লন্ডন।।
লন্ডনে অনুষ্ঠিত হয়েছে “তারেক রহমানের সমসাময়িক বাংলাদেশ নীতি ও রাজনীতি” শীর্ষক একটি শক্তিশালী ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় লন্ডনে হাউস অব লর্ডস এ সেমিনারের আয়োজন করা হয়।

ad

ভয়েস ফর বাংলাদেশ ইউকে (গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কাজ করা) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে লর্ড কুরবান হোসেনর সভাপতিত্বে উপস্থাপন করেন, ভয়েস ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক।

সেমিনারে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা, এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন সেমিনারে অংশগ্রহণকারীরা।

সেমিনারে আলোচনা সভার মূল বিষয়গুলি ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১-দফা দৃষ্টিভঙ্গির নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন ও সংস্কার। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার পুনরুদ্ধার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্বাস ফয়েজ (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার প্রাক্তন প্রধান) অ্যালেক্স ব্যারোস-কার্টিস (এমপি) সাইমন ড্যানজুক (প্রাক্তন এমপি) রায়ান উইলিয়ামস (আন্তর্জাতিক আইনজীবী)সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।।