দেবিদ্বার প্রতিনিধি।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারন ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে মুক্তিযুদ্ধ চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ছাত্ররা হাদি হত্যার বিচার, স্বৈরাচার ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য রায়হান সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা তুষার মোল্লা, আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মোঃ ওবায়দুল হক, সাদিয়া আফরিন সোহা প্রমুখ।
এর পর বাদ মাগরিব উপজেলা পরিষদ মসজিদে হাদির মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।