চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ঐতিহ্যবাহী মৌকরা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহি বলেছেন, রাসুল(সা:) বলেছেন যারা ছোটদেরকে আদর স্নেহ করে না, বড়দের সন্মান করে না তারা আমার উম্মত নয়। এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। বর্তমান যুগ অনুযায়ী কেউ আ’লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ পীর মাশায়েক, যে যাই করুক সকল মুসলাম একে অপরের ভাই। আমরা ইদানিং একে অপরকে কাফির বলে থাকি। এটা মোটেই ঠিক নয়, কাফেরতো সেই যে আল্লাহকে বিশ্বাস করে না। আমরা দুনিয়ার ক্ষমতা, দম্ভের জন্য রাজনৈতিক, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মারা- মারি, হানাহানি করে থাকি, যা ইসলাম পছন্দ করে না। আমরা পরকালে শান্তিতে থাকার জন্য মারামারি, হানিহানি এবং অশ্লীলতাসহ নিষিদ্ধ সব কাজ থেকে দূরে থাকার আহবান জানাই।
শুক্রবার বাদ জুমা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা প্রাক্তন এমএলএ হাফিজুল ইসলাম চৌধুরী বাড়ীর সামনে আহসান হাবীব চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দেন।
মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, আহসান হাবীব চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান আলহাজ্ব মাওলানা আবুল হোসাইন, কুলাসার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মোস্তফা ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাবেক ছাত্র নেতা নুরুল আফসার মোল্লা, মিরাজ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।