চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা ও ভেকু জব্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা গেছে, চলতি বছর মাটি ব্যবসায়ীরা কৌশল পাল্টে দিনের পরিবর্তে রাতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটছে। রাত আটটার পর উপজেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয় ভেকু দিয়ে মাটি কাটা। পরে মাটি ভর্তি করে ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে নেয়া হয় পাশের ইটভাটায়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেলিগ্রামের কৃষি জমিতে অভিযান চালিয়ে জমির মালিক শাহনেওয়াজকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।