গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কোরআন শরিফ পোড়ানো ও অবমাননার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোঃ শাহীন মিয়া(৪২) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত(২০ ডিসেম্বর) রাতে তার নিজে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলা শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাঁভূমি মোল্লা বাড়ি আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সন্ধায় কোরআন শরিফ পোড়ানো ও অবমাননা একটি সংবাদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই।
উক্ত সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন। পরে গ্রামপুলিশ মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত টমাস বড়ুয়া বলেন, কোরআন পোড়ানো ও অবমাননার অপরাধ শাহীন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ২১ ডিসেম্বর সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।