চৌদ্দগ্রামে শহীদ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে দোয়া ও শোকসভা করেছে চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলকরা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা এ টি এম মাছুম।

সোমবার বিকেলে পদুয়া রাস্তার মাথায় অনুষ্ঠিত শোকসভায় জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবুল কালাম ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলকরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মনির আহম্মেদ মানিক।
জাহিদ হোসেন রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলকরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল ওয়াদুদ আব্দুল্লাহ, জগ্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের ৮নং ওয়ার্ড সভাপতি কাজী রিয়াদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উপদেষ্টা সদস্য ইসমাইল মজুমদার, আইয়ুব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জোবায়ের আহমেদ, আরাফাত মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস। তিনি গণতন্ত্রের সৈনিক, সার্বভৌমত্বের রক্ষক এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। তিনি ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে ছেয়েছিলেন। তার মত দেশ প্রেমিক, অকুতোভয় সৈনিকের জন্য আজ পুরো দেশ কাঁদছে।

প্রবাস থেকে চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সভাপতি মামুন ভুঁইয়া, সেক্রেটারী হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, ওসমান হাদী দেশের জন্য একটা বিরাট সম্পদ। ওসমান হাদী ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে ওসমান হাদীর স্বপ্ন পূরণ করতে চাই।