রামপুরায় ২৮ জনকে হত্যা: কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরু

ডেস্ক রিপোর্ট :
রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি।

এদিন গ্রেফতার দুই আসামি রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম, মারণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন।

প্রসঙ্গত, এ মামলায় খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক আছেন। এদিন ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপকুমার চক্রবর্তীসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিশন। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।