নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে উপজেলা নির্বাচন অফিস, কর্মকর্তা, ভোটকেন্দ্র– সব পর্যায়ে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা তাদের ও জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা বাড়ানোর প্রস্তাব করেছেন। একই সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেছেন তারা।

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি), সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসকরা। এ সময় অনেক জেলা-উপজেলায় নির্বাচন অফিসগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন তারা। কিছু এলাকার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে যেতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দায়িত্ব দেওয়ার কথাও উঠে এসেছে আলোচনায়।

গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে নির্বাচনী প্রস্তুতির সার্বিক বিষয়ে আলোচনা হয়। সেখানেই ডিসি-এসপিরা নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। বৈঠক সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে।

বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি সচিব অংশ নেন।

বৈঠকে রাজশাহী বিভাগের একজন ডিসি বলেন, ইতোমধ্যে জেলা নির্বাচন অফিসগুলোতে ছয়জন করে আনসার মোতায়েনের কথা বলা হয়েছে। কিন্তু নির্বাচন অফিসের পাশাপাশি যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন, তাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এ জন্য তারা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা করার প্রস্তাব করেন। একই সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।