অনলাইন ডেস্ক :
জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতির আবেদন করেন। তিনি দাবি করেন, তার ক্লায়েন্টরা নির্দোষ এবং চার্জ গঠন না করার জন্য বিভিন্ন যুক্তি তোলেন। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে শোনানো ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় বলে তিনি বলেন। বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে ভয়েস রেকর্ড যাচাইয়ের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।
প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের উসকানি, ষড়যন্ত্র এবং মিরপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র হামলায় সাধারণ জনগণের প্রাণহানি। অভিযোগে বলা হয়েছে, চব্বিশের জুলাই আন্দোলন দমন করতে নীতিগত সিদ্ধান্তও নিয়েছিলেন সালমান ও আনিসুল। ১৯ জুলাই (২০২৪) ফোনালাপের এক পর্যায়ে তারা বলেন, ‘ওদের শেষ করে’ দেওয়ার নির্দেশ, যা আন্দোলন দমন করার উদ্দেশ্য ছিল।
গত ২২ ডিসেম্বর শোনান হয়েছে তাদের কথোপকথনের অডিও রেকর্ড। একই সঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের সামনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। ট্রাইব্যুনাল-১ গত ৪ ডিসেম্বর অভিযোগ গ্রহণ করেন এবং সেই দিনই ফরমাল চার্জ দাখিল করা হয়।