চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন করেছে ওমান ফেরত বড় ভাই। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়ায় সোমবার সরেজমিন গিয়ে এ চিত্র দেখা গেছে। ভুক্তভোগী কাজল বেগম বাদি হয়ে গাছ কর্তনকারী বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের খোকন মিয়ার ছেলে ওমান ফেরত বেলাল হোসেন ও দুবাই প্রবাসী শাহ আলমের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে কয়েক দফায় দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী কাজল বেগমের উপর হামলা করে ভাশুর বেলাল হোসেন। এরই মাঝে খোকন মিয়ার কৃষি জমি থেকে তার পুত্র বেলাল হোসেন মাটি বিক্রি করে। এনিয়ে ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের নিকট খোকন মিয়া অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ক্ষীপ্ত হয়ে রোববার সকালে বেলাল হোসেন ছোট ভাই শাহ আলমের মালিকানাধীন বাড়ির জায়গার গাছপালা কর্তন ও ঘরের জানালা ভাংচুর করে।

খবর পেয়ে আশ-পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে সে চলে যায়। এরআগে বেলাল হোসেন তাঁর পিতা খোকন মিয়াকে বেশ কয়েকবার মারধর করে। পিতার সাথে ঝামেলার কারণে ভাইয়ের ঘর ভাংচুর ও গাছপালা কর্তন করার উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না কেউ।
বেলাল হোসেনের মা আলেয়া বেগম ও প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, ‘শাহ আলম প্রবাসে। সে কোন কিছুর সাথে জড়িত না থাকলেও অন্যায়ভাবে তাঁর মালিকানাধীন গাছপালা কর্তন ও ঘরের জানালা ভাংচুর করেছে বেলাল হোসেন। আবার তার স্ত্রী কাজল বেগমকেও কয়েকবার নির্যাতন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি’।
অভিযোগের বিষয়ে সোমবার বেলাল হোসেনের স্ত্রী আছমা আক্তার বলেন, ‘বেলাল হোসেনের পিতা খোকন মিয়া তার প্রতি অবিচার করেছে। বিদেশ থেকে পাঠানো টাকায় বেলাল হোসেনের নামে জায়গা না কিনে নিজ নামে কিনেছে। তাছাড়া বেলাল হোসেনের মাথায় সমস্যা আছে। চিকিৎসা করাচ্ছি। তবে শাহ আলমের গাছপালা কর্তন ও ঘর ভাংচুর করা ঠিক হয়নি’।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।