চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৫, নির্বাচনী অফিসে আগুন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। জামায়াতে দাবি বিএনপির কর্মীরাই আগুন লাগিয়েছে। অপরদিকে বিএনপি দাবি করেছে, জামায়াত কর্মীরা তাদের একটি অফিস ও বাড়ি ভাংচুর করেছে। সোমবার সরেজমিন পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে রোববার রাত ও সোমবার ভোররাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার ছাত্রীদের বহনকারী বাসে আগুন লাগিয়ে দেয় বিএনপির কর্মীরা। এছাড়াও শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়, ধনিজকরা বাজার ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিস পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের দেয়া আগুনে গাছবাড়িয়ায় নাছির উদ্দিনের একমাত্র উপার্জনের মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
এছাড়া ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এরআগে ধনিজকরায় বিএনপির কর্মী বাচ্চু মিয়া বাড়িতে হামলা করে জামায়াত কর্মীরা। এনিয়ে উত্তেজনায় সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয়পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, জামায়াত সমর্থক তাসকিন আহমেদ এবং মুন্সিরহাট বাজারে হামলায় জামায়াত নেতা হারুন ভুঁইয়া ও শাহীন কাদের আহত হয়েছে।

এদিকে বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান।

আগুনে ক্ষতিগ্রস্ত গাছবাড়িয়ার মুদি দোকানী মোঃ নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুখোশপড়া মোটর সাইকেল তিনজন রাত ২টার দিকে জামায়াত অফিসের তালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে জামায়াত অফিস ও পাশেই আমার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি।

ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিকাপুর ইউনিয়নের সমেশপুরের এক বাসিন্দা বলেন, দুই ছাত্রদল কর্মী জামায়াত অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিস ক্ষতিগ্রস্ত হয়।
অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনিজকরায় তাদের নির্বাচনী অফিস ভাংচুর হয়েছে বলে প্রচার করলেও বাস্তবে তার সত্যতা পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে পাঁয়তারা করছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা তিনটি নির্বাচনী অফিস আগুনে জ¦ালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ¦ালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্যে বাস্তবায়ন হতে দিবে না, ইনশাআল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করে।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।