মো. কামাল হোসেন মোল্লা, হোমনা
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আমাদের লক্ষ্য কেবল রাস্তাঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।
শনিবার ইসলামি আন্দোলনের স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে তার চেয়ে বেশি উন্নয়ন ৫ বছরেই সম্ভব।
যুগ্ম- মহাসচিব বলেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিশ্চয়তা দেওয়া হবে। যাদের মাধ্যমে জনগণ তাদের জানমালের নিরাপত্তা পাবে জনগণ তাদেরকেই ভোট দেবে। হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দিবে।
তিনি আসন্ন নির্বাচনে যেনো জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসালমি আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসাইন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহলম (মেম্বার), ইসলামি আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম সরকার, বাংলােশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার ছদর মোঃ বাবুল মিয়া, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ,হোমনা-তিতাস উপজেলার শাখার নেতৃবৃন্দ।