স্টাফ রিপোর্টার
জাতীয় যুব শক্তি কুমিল্লা জেলার উদ্যোগে জেলার ১৭টি উপজেলায় একযোগে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ) সকালে কুমিল্লার মেঘনা উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ প্রচারণার সূচনা করা হয়।
প্রচারণা শুরুর সময় জাতীয় যুব শক্তি কুমিল্লা জেলা সদস্য সচিব কামরুল হাসান কিবরিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ঐতিহাসিক এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং ঘরে ঘরে গিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট চাইতে হবে।
মেঘনা উপজেলার কর্মসূচি শেষে দ্বিতীয় পর্যায়ে তিতাস উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পথসভায় বক্তারা বলেন, শহীদ উসমান হাদি সহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আজাদীর এই লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।
উক্ত পদযাত্রা ও প্রচারণা কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুব শক্তি ও ছাত্র শক্তির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও জাতীয় যুব শক্তি কুমিল্লা জেলার পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক অনিক এবং সংগঠক মার্জিয়া আক্তার।
জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ জানান, পর্যায়ক্রমে কুমিল্লার সকল উপজেলায় এ ধরনের প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।