স্টাফ রিপোর্টার।।
স্বাস্থ্য ঝুঁকির আশংকায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত সকল শো রুম, ব্র্যান্ডশপ, শপিংমল, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতি কুমিল্লার সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন।
বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে। এতে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদ-উল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, সুপার শপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও উল্লেখ করা হয় জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী, আসুন আমরা ঘরে থেকে জীবন বাচাঁই।
তিনি ক্রেতা ও ব্যবসায়ীদের করোনাভাইরাস বিস্তার রোধে আরও কয়েকটা দিন ধৈর্য্য ধরার আহবান জানান।