মোঃ মহসিন মিয়া, তিতাস।।
কুমিল্লার তিতাসে দুস্থ ও অসহায়ের মাঝে “আস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের” উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতানি ইউনিয়নের কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের ২২টি গ্রামের ৮০০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, প্রধান সমন্বয়ক প্রফেসর রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকির, সাতানি ইউপি চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন সরকার, মিজানুর রহমান মিজান ও মোঃ জামাল উদ্দিন।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তারা জানান, কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ (মেরি) আপার অনুপ্রেরণায় “আস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের” প্রবাসী ও দেশে থাকা কয়েকজন সদস্যের আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।