সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার।।
করোনা ভাইরাসের বিস্তার রোধে রাস্তা-ঘাট ও দোকানপাটে লোক সমাগম নিরুৎসাহিত করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর সহায়তায় তৎপরতা অব্যাহত রেখেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ‘ঘরে থেকে করবো যুদ্ধ, করোনা থেকে হবো মুক্ত।’ ‘আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি’ প্রভৃতি প্লেকার্ড হাতে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার শাহিদা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। এ সময় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা সহকারি কমিশনার ও সেনাবাহিনী সদস্যরা পথচারীর মাঝে মাস্ক ও করোনা ভাইরাসে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ। এছাড়া মাইকিং করেন। প্রচারণা কালে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও কেনাকাটায় নির্দিষ্ট দূরত্ব নিশ্চিতে দলটি নিউমার্কেট বাজার পর্যবেক্ষণ করে।
অপরদিকে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট খাদ্য ও মানবিক সংকট মোকাবেলায় দেবিদ্বার উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন খাদ্য ও ওষুধ বিতরণে এগিয়ে আসছে। এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০১৫ সালের ব্যাচের ছাত্ররা পৌর এলাকার ৫০ টি পরিবার এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।