মো.জাকির হোসেন।।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য জসিম উদ্দিনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। রোববার শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে আসা চেকটি বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পৌঁছে দেন তার পরিবারের কাছে।
জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য জসিম উদ্দিন ঢাকার ওয়ারী জোনে কর্মরত ছিল। করোনা আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিল তিনি কর্তব্যরত অবস্থায় মারা যান। তিনি দেশের প্রথম করোনায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্য । তার মৃত্যুতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে সম্প্রতি আইজিপি;র নিকট এক লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই অনুদানের চেকটি কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম নিকট আসলে তিনি বুড়িচং থানার ওসিকে নিহতের পরিবারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব দেন। পুলিশ সুপার এর নির্দেশ মোতাবেক জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে এক লাখ টাকা অনুদানের চেক তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।
এসময় বুড়িচং থানার এসআই সুজয় কুমার মজুমদার, এসআই নন্দন চন্দ্র সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম বার বিপিএম আইজিপির পক্ষ থেকে পাঠানো অনুদানের ৫ লক্ষ টাকার চেক সহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেন তার স্ত্রীর নিকট।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, জসিম উদ্দিনের পরিবারকে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যবহত থাকবে বলে জানান তিনি।