স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে মঙ্গলবার পৌর কাউন্সিলরসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চৌদ্দগ্রামে ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছে দুইজন। নতুন আক্রান্তরা হচ্ছেন; চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসেম, স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক মোঃ মাসুদ, মধ্যম চাঁন্দিশকরা গ্রামের একজন, পশ্চিম চাঁন্দিশকরার একজন, বাহেরগড়া গ্রামের ছয়জন, আতাকরা গ্রামের তিনজন, যুগিরখিল গ্রামের একজন ও কুলাসার গ্রামের একজন। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান। তিনি জানান, গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে ২ জুন মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৪৪৮ জনের। এরমধ্যে পজেটিভ ৬৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ জন ও মৃত্যুবরণ করেন একজন।