কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত ১১১,মৃত্যু ৪জনের

স্টাফ রিপোর্টার।।
সিটি করপোরেশনে ৭৪জনসহ কুমিল্লায় আজ নতুন করে ১১১জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৭৯২ জনের। এছাড়া চৌদ্দগ্রামে ৬, সদর দক্ষিণে ১, নাঙ্গলকোটে ২৬ ও লালমাইয়ে ৪জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪জনের। মৃতদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ২, চান্দিনার ১ ও আদর্শ সদরের ১জন। সিটি করপোরেশনের ২জন ও চান্দিনার ১জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের। আজ নতুন করে সুস্থ হয়েছে ২২জন। আদর্শ সদরে ১১, বরুড়ায় ৬, নাঙ্গলকোটে ২ ও হোমনায় সুস্থ হয়েছে ৩জন। মোট সুস্থ ৭৯৯জন। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৫২জনের। ফল এসেছে ১৫ হাজার ১২৬জনের।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

error: ধন্যবাদ আপনাকে!