স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় গামার কাঠ বোঝাই কাভার্ডভ্যান রেখে পালিয়েছে চালক ও তার সহযোগী। কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করেছে কুমিল্লা সামাজিক বন বিভাগ। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মাদ নূরুল করিম জানান, মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে ঢাকামুখী কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো ট-২২-১১০২) থামার জন্য সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়। ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেনের নেতৃত্বে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যনের ভিতর থেকে প্রায় পাঁচ লাখ টাকার অবৈধ গামার কাঠ পাওয়া যায়। কাঠ পাচারের ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বন আদালত) মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার দিলীপ কুমার দাস, বন প্রহরী এম এ মান্নান, মো. জুলফু মিয়া এবং মো. আবুল হোসাইন অংশগ্রহণ করেন।