স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কুবি ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পুষ্পার্ঘ অর্পণ শেষে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ এনামুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় ভিসি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দায়ভার শুধু কয়েকজন খুনির নয়, তখনকার সাড়ে সাত কোটি বাঙালি প্রত্যেকেরই। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিম-লে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছেন।