তিতাস প্রতিনিধি।।
‘গাছ লাগিয়ে গড়বো দেশ- সবুজ শ্যামল বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার ৪০০০ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট দুপুর ১২টায় উপজেলা বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবীর উদ্যোগে চারা বিতরণ উদ্বোধন করা হয়। তাহেরিয়া সুন্নী যুব সংগঠনের সভাপতি মো. জাহিদ হাসান প্রলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীর মুফতি মো. গিয়াস উদ্দীন আত-তাহেরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছা-সেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন তাহেরীয়া সুন্নী যুব সংগঠন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শরীফ সরকার। চারা বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. নুর নবী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।