স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহাকারী পরিচালক মো.আছাদুল ইসলাম। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর চকবাজারে পাইকারি পেঁয়াজের দোকানে এ অভিযান চালানো হয়। কুমিল্লার বাজারের এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
মো.আছাদুল ইসলাম বলেন, পেঁয়াজের আড়ত ও খুচরা দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর দু’টি স্থানে টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়। অভিযানের সময় দোকানীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সামাজিক-শারীরিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।