‎ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, শিশুদের চিকিৎসা কেন্দ্রে আগুন

‎কুমিল্লার পেপার অনলাইন

‎ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, ‘এ মুহূর্ত পর্যন্ত খারকিভের উপকণ্ঠে শত্রু হামলায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে’।


‎খারকিভের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, রাশিয়ার একটি দীর্ঘ-পাল্লার ড্রোন শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে আঘাত হানায় সেখানে আগুন লেগেছে। হামলার ফলে আহত হয়েছেন আরও তিনজন।

‎সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এসব হামলায় মূলত জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে, যার ফলে শীতকালে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।

‎গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক সক্ষম ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে কিয়েভের মিত্রদের তীব্র নিন্দা এসেছে। ওয়াশিংটন এই হামলাকে ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে।

‎রাশিয়া দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় আঘাত হানেছে এবং এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ হিসেবে ছোড়া হয়েছে। তবে কিয়েভ এই দাবি অস্বীকার করেছে।

‎সূত্র: এএফপি