মো. আল আনাস, হোমনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হোমনা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হোমনায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তারা হাদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হাদির উপর এ ধরনের হামলা নেক্কারজনক । হাদি জুলাই আন্দোলনের অন্যতম কান্ডারি। সাম্প্রতিক সময়ে হাদি ভারতের দিল্লির গোলামির বিরুদ্ধে কন্ঠস্বর হয়ে উঠেছিল। হাদির হামলার সাথে যারা জড়িত রয়েছে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানায় বক্তারা।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সেক্রেটারী ভিপি মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সেক্রেটারী মো. নজরুল ইসলাম প্রমুখ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।