মোহাম্মদ শরীফ।।
প্রতিদিনই রোগী বাড়ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা শেষে মানুষ বাড়ি ফিরলেও ফেলে যান ময়লা-আবর্জনা। ইতিমধ্যে হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন একমাত্র পুরুষ পরিচ্ছন্ন কর্মী আবদুস সুবহান। তিনি কাজ করতে না পারায় অপরিচ্ছন্ন হয়ে পড়ে উপজেলার এই সরকারি হাসপাতালটি। হাসপাতাল পরিস্কারে নামেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের টিম ‘হ্যালো ছাত্রলীগ’। মঙ্গলবার হাতে ঝাড়ু হাতে পরিস্কার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাস্তা, ইমার্জেন্সি বিভাগ ও সিঁড়ি সমূহ। এছাড়া পুরো হাসপাতালে জীবাণুনাশক দিয়ে ধৌত করা হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের কর্মী ভাইয়েরা। সেবা দিতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছেন। মানবিক দিক বিবেচনা করে ছাত্রলীগের কর্মীরা ঝাঁড়ু হাতে তুলে নিয়েছে। তারা পুরো হাসপাতালটি পরিস্কার করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির জানান, ‘আবু কাউছার অনিকের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা পুরো হাসপাতাল ইনডোর-আউটডোর পরিস্কার করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’