স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মোল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন পরিচালিত যৌথ অভিযানে দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি এলাকা থেকে ১ টি এয়ারগান, ২ রাউন্ড কার্তুজ, ২৮ কেজি গাঁজা, ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহযোগিতায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।