কুমিল্লায় আ.লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বরুড়ায় একটি পরিবারকে ১৩টি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে শাহ আলম নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ আলম জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া এলাকার মৃত দুধা মিয়ার ছেলে। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ভুক্তভোগী শামছুল হক একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শামছুল হক বলেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, অভিযুক্ত শাহ আলম আমাদের একজন প্রতিবেশি। আমার ছেলেকে বিদেশ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আমাদের পরিবারের সঙ্গে তার বিরোধ গড়ে। সেই বিরোধের জেরে পুরো পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শাহ আলম। বিগত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এই ফ্যাসিস্ট শাহ আলম আমাদের ওপর এমন কোনো নিপীড়ন নেই যেটা সে করেনি। শারীরিক নির্যাতনের পাশাপাশি এখন পর্যন্ত ১৩টি মিথ্যা মামলা দিয়ে আমাদের ওপর নির্যাতন করে যাচ্ছে ক্রমাগত।

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা শাহ আলমের আড্ডা বাজারস্থ ব্যাংক এশিয়ার আড্ডা বাজার আউটলেটে ভাঙচুর চালায় নিপিড়নের শিকার উত্তেজিত জনতা। কিন্তু এই স্বৈরাচার শাহ আলম চলতি ২০২৫ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখ ঘটনা দেখিয়ে আমরা তার সেই এজেন্ট ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, তাকে মেরে রক্তাক্ত করেছি মর্মে তার মাকে বাদি করে আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় নারী-পুরুষসহ আমাদের পরিবারের ৮জনকে আসামি করে এই ভয়ংকর মামলাবাজ শাহ আলম। অথচ এই ঘটনা ঘটেছিল গত বছরের ৫ই আগস্ট। আমরা এই ঘটনার ধারে কাছেও নেই।

তিনি আরও বলেন, আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি একটি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা তুলে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই নিরপেক্ষ একটি তদন্ত যেন হয়। ফ্যাসিস্ট এই শাহ আলমের অঢেল টাকা। টাকার বিনিময়ে সে সকল অসম্ভব কাজকে সহজেই সম্ভব করে ফেলে।

শামছুল হক বলেন, আমার ভাই আব্দুল মোতালেব বিএনপির একজন পদধারী নেতা৷ তাকে এডিট করা বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তালিকা এবং এআই দিয়ে বানানো কিছু ভুয়া ছবি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ডিবি পুলিশকে দিয়ে তুলে আনে শাহ আলম। যা দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করেছিল। এভাবে আমাদের দিনের পরদিন হয়রানি করে যাচ্ছে সে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামছুল হকের ছেলে রাকিব হোসেন, মেয়ে আফরোজা বেগম, পারুল আক্তার, পুত্রবধূ পপি এবং জান্নাত উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ আলমের মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা পিবিআইয়ের পরিদর্শক আবু বকর বলেন, মামলার তদন্ত চলছে।সঠিক তদন্তের মাধ্যমে আদালতে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া হবে।