নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার হোমনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোর ৬টায় কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহাগকে আটক করে যৌথবাহিনী। অভিযানে দুইটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোহাগ মাথাভাঙ্গা এলাকার তারু মিয়ার ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত সোহাগকে হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।