মাহফুজ নান্টু।।
কৃষক আবদুল মালেক। বাড়ী আদর্শ সদর উপজেলার আড়াইওড়া। ৪০ শতক জমিতে ধান চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। তবে করোনা সংক্রমনের কারনে কৃষি শ্রমিক পাচ্ছিলেন না। পাশাপাশি আর্থিক সংগতিও নেই ধান কেটে ঘরে তোলার। এ খবরটি পেলেন যুব মইনিয়া ফোরামের অর্থ বিষয়ক সম্পাদক শফিকুন নূর। কৃষক আবদুল মালেককে আশ্বস্থ করলেন। পরে বৃহস্পতিবার কৃষক আবদুল মালেকের ৪০ শতক জমির ধান কেটে মাড়াই করে দিলেন যুব মইনিয়া ফোরামের সদস্যরা।
সরেজমিনে আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় গিয়ে দেখা যায়, কৃষক আবদুল মালেকের জমিতে মইনিয়া যুব ফোরামের অন্তত কুড়ি জন সদস্য ধান কাটছে। কেউ ধান মাথায় করে নিয়ে আসছেন। আবার অন্যরা ধান মাড়াই করছেন।
কৃষক আবদুল মালেক জানান, হাতে টাকা নেই। আবার কৃষি শ্রমিকও পাচ্ছিলাম না। এদিকে মাঠে ধান পেকে আছে কি করবো বুঝতে পারছিলাম না। আমার এই অবস্থার কথা জানতে পেরে যুবফোরামের সদস্যরা আমার জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। যুব ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুল মালেক বলেন, অনেক উপকার করেছেন মইনিয়া যুব ফোরামের সদস্যরা। আল্লাহ তাদের ভালো করবেন।
মইনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কুমিল্লা জেলার সভাপতি খলিফা শাহ মো: আবুল কালাম জানান, নবী বংশের ৩১ তম আওলাদ চট্টগ্রাম মাইজভান্ডার শরিফের গদ্দিনীশিন মইনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠিাতা শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ এর নির্দেশ ছিলো করোনার মত বৈশ্বিক সংকট ও বিপর্যয়ে মানবতার পাশে থাকার আহবান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ অসহায় কৃষক আবদুল মালেকের জমির ধান কেটে দিয়েছি। এছাড়াও ফোরামের সদস্যরা ধান মড়াই করে দিয়েছেন। করোনার এই সময়ে আমাদের মইনিয়া ফোরামের এমন কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মইনিয়া যুব ফোরামের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন সাধারন, সহ-সাধারণ সম্পাদক দিদারুল হক রিপন,সাংগঠনিক সম্পাদক মো:জাকির হোসেন (বিএসসি),অর্থ সম্পাদক শফিকুন নূর,দপ্তর সম্পাদক আরিফুর রহমান,সদস্য আশিক,সোহাগ,ওমর ফারুক,ফারুকসহ অন্যান্যরা।