স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এই হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ড চালুর পর এই পর্যন্ত ৩৭১ জন মারা গেছেন। তার মধ্যে ৪৪ মারা গেছেন করোনা পজিটিভ হয়ে। লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২৭ জন। এ তথ্য নিশ্চিত করেন কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
ডা. সাজেদা খাতুন জানান, সর্বশেষ মারা যাওয়া পাঁচ জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকার আদুর সাত্তার (৬০)। এছাড়া উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– চাঁদপুরের শাহরাস্তির দীপাক (৫০), কুমিল্লা নগরীর রানীর দীঘির পাড়ের রোস বেগম (৮৫), চান্দিনার আমেনা বেগম (৫৫), বরুড়ার রিপা আক্তার (৩৭)।
এছাড়া কুমিল্লা জেলা সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ১৫৯ জন।