কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা ১২টায় গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। এবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়।
এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এ ইউনিটে কুমিল্লার ৯টি কেন্দ্রে অংশ নেয় আট হাজার পাঁচশত পয়ত্রিশ জন ভর্তিচ্ছু, অনুপস্থিত ছিলো চার শত ছিয়াত্তর জন। উপস্থিতির হার শতকরা ৯৪ দশমিক ৭২ শতাংশ, অনুপস্থিত ছিলো ৫ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি উপলক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। তাছাড়া নিরাপত্তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছে। তাছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অপ্রিয়কর ঘটনা ঘটেনি।