স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার জাফর আহাম্মদের বিরুদ্ধে । তিনি উপজেলার ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়নে ধনপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে। সুয়াগন্জ বাজারের ১০ টাকা দরের চালের ডিলার। এ ঘটনায় স্হানীয়দের পক্ষে আবুল মিয়া নামের এক ব্যাক্তি গত ১৯ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,চালের ডিলার জাফর আহাম্মদ ভুয়া তালিকা তৈরি করে চাল আত্মসাত করে আসছে। তালিকাভুক্তরা চালের জন্য গেলে তাদের গালামন্দ করে তাড়িয়ে দেন। অভিযোগকারী আবুল মিয়া বলেন,চালের জন্য গেলে লোকজনদের সাথে খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেন, যারা পায় তারা ৩০ কেজির চালের বিপরীতে ১৫ কেজি চাল পায়। ভাটপাড়া গ্রামের মোঃ মমিনুল হকের ছেলে মনির বলেন,আমি চালের জন্য গেলে ডিলার আমাকে বলেন,আইডি কার্ড দেখাও। আইডি কার্ড দেখাইলে ডিলার বলে এখানে বাটপারি করতে আসছোছ। এ বিষয়ে অভিযুক্ত চালের ডিলার জাফর আহাম্মদ বলেন,আমি সব কিছু ম্যানেজ করে চলি। আমি এ বিষয়ে ফোনে কোন কথা বলবোনা। এ বিষয়ে জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্ল্যাহ বলেন, আমার জানামতে অনিয়ম করেনা, ৩০ কেজি চাল, ১৫ কেজি করে দু’জনের কাছে ভাগ করে বিক্রি করেন।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আগামীকাল এ বিষয়ে সরেজমিনে তদন্ত করবো। দোষী হলেই ব্যবস্থা গ্রহণ করবো।