চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রা) মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবর রহমান ভুঁইয়া জানান, রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। গত কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা কো-অর্ডিনেটর মাও: আবুল কাশেম, তত্বাবধায়ক আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাও: মনির আহমেদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় জহিরুল কাইয়ুম চৌধুরী। এসময় বক্তারা বলেন, যারা ইসলামি শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সন্নত পছন্দ করেনা তারা-ই মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান।