চৌদ্দগ্রামে রেমিটেন্সযোদ্ধা আবদুল হাইকে সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রেমিটেন্সযোদ্ধা সৌদিআরব প্রবাসী আবদুল হাই ভুঁইয়াকে সংবর্ধনা এলাকাবাসী। শনিবার রাতে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রোরী শাখাওয়াত হোসেন শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এমরান হোসেন ভুঁইয়া মাসুদ, কুমিল্লা বারের আইনজীবি সাইফুদ্দিন মজুমদার, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, জামায়াত নেতা হারুন ভুঁইয়া, হাফেজ মর্তুজা, যুবনেতা রাসেল মজুমদার অভি, নুরে আলম, মোঃ মাসুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কামাল হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টির আহবান জানান।