চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া(২০) ও মমতাজ বেগম(৭৫) নামের দুইজন নিহত হয়েছেন। নিহত শাহিন রংপুর জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত হাজেরা বেগম চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাটিতলা রাস্তার মাথা ও বাতিসা ইউনিয়নের ডলবা এলাকায় পৃথক ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন মিয়া অটোরিকশা যোগে শুক্রবার সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চাটিতলার রাস্তার মাথায় পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে শাহীন সড়কে ছিটকে পড়লে একই গাড়ি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সকাল সাড়ে নয়টায় আটগ্রাম-শরীফপুর আঞ্চলিক সড়কের ডলবা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারী আহত হয়। স্থানীয় লোকজন আহত নারীকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোবারক হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক ও এক বৃদ্ধাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে’।