নিউজ ডেস্ক।।
জাতীয় দলের একের পর এক ফুটবলার আক্রান্ত হচ্ছেন করোনায়। দ্বিতীয় দিনের করোনা পরীক্ষায় আরও সাতজনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দুদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১।
দ্বিতীয় দিনে আবাহনীর টুটুল হোসেন বাদশাহ, সোহেল রানা, শহীদ আলম, বসুন্ধরা কিংসের ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, আনিসুর রহমান জিকো ও রবিউল হাসানের কোভিড শনাক্ত হয়। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া বাকি ৭ ফুটবলারের করোনা টেস্ট করা হবে শনিবার।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের জন্য ঘোষিত প্রাথমিক দলের ২০ জনের বুধবার করোনা টেস্ট হয়েছিল। প্রথম দিনে নাজমুল ইসলাম রাসেল, এমএস বাবলু ও মাসুদ রেজার পজেটিভ আসে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই।
দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার দ্বিতীয় দিনে টেস্ট শেষে ৫ ফুটবলারকে নিয়ে গাজীপুরের সারা রিসোর্টে আইসোলেশন ক্যাম্পে যোগ দিয়েছেন। জাতীয় দলের প্রস্তুতির ক্যাম্পের এমন বেহাল অবস্থায় মেডিকেল কমিটির সাথে আজ জরুরি বৈঠকে বসবে বাফুফে।