জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

হাসিবুল ইসলাম সবুজ।।
কুমিল্লা (৩) মুরাদনগর জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা নগরীর বাগিচাঁ গা এর বাসিন্দা বন্ধন ফুড এন্ড বেভারেজের নির্বাহী পরিচালক ফরহাদ হোসাইনের স্ত্রী কানিজ ফাতিমা।

তিনি অভিযোগ করেন আমি জুলাই যোদ্ধা সন্তানের মা অথচ আমরাই জামায়াতে ইসলামীর নেতা ও এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের প্রতারনার শিকার। ইউসুফ হাকিম সোহেল যদি ধর্মের লেবাসে আমাদেরকেই ঠকায়! এমপি হয়ে জনগণকেও তো ঠকাবে।

২৪ ডিসেম্বর দুপুরে কুমিল্লা নগরীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী কানিজ ফাতিমা লিখিত বক্তব্যে বলেন- আজ খুব নিরুপায় হয়ে আপনাদের সামনে ধর্মের লেবাসে প্রতারনাকারী জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা (৩) মুরাদনগরের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওরফে ইউসুফ সোহেল কতৃক আমাদের সম্পত্তি আত্মসাতের বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে এসেছি।
আমি কানিজ ফাতেমা আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন তিনি বন্ধন ফুডস অ্যাড বেভারেজ লিঃ এর নির্বাহী পরিচালক ছিলেন।

প্রতিষ্ঠানটি ২০০৫ সালে যাত্রা শুরু করে কিন্তু বিপত্তি ঘটে গত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কারণে কোম্পানির চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলাম রাজনৈতিক কারণে গা ঢাকা দেয় তখন কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৬ সালে আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন ও ডঃ মহসিন রেজাকে সকল কার্যক্রম পরিচালনা তথা জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা হস্তান্তর করা হয়। যেহেতু পাঁচ শতাধিক শেয়ারহোল্ডার রয়েছে সকলেই কোম্পানির সম্পত্তির মালিক আমরা সকলের প্রতি ইনসাফ করেই বন্টন এবং আয় ব্যয় বন্টনের সিদ্ধান্তে অটল ছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও হতাশার বিষয় হলো যাদেরকে আমরা ইসলামী নেতা এবং ধার্মিক ভেবে বিশ্বাস করি সে জামায়েত নেতা মুরাদনগরে জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল আমাদের সাথে প্রতারণা করে ২০২২ সালে কোম্পানির চেয়ারম্যান ড.মিজানুর রহমান সবুজ ও এমডি নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে সে নিজেকে চেয়ারম্যান এবং তার আপন ছোট ভাই মোহাম্মদ মুসা শাকিলকে এমডি করে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক সাজে এবং এই কোম্পানির সকল শেয়ারহোল্ডারদের অজান্তে প্রতিষ্ঠান নির্বাহী পরিচালক ফরহাদ হোসাইন ও পরিচালক ড.মহসিন রেজার স্বাক্ষর নকল করে কোম্পানির দাউকান্দির ইলিয়টগঞ্জের ১৫৬ শতক জমি তার বাবা আব্দুল হাকিমের নামে লিখে নেয়।

কোম্পানির সকল শেয়ারহোল্ডারদের পরামর্শে ২০২২ সালে আমরা যখন দাউদকান্দি ইলিয়াসগঞ্জের ১৫৬ শতক জমি বিক্রি করতে গ্রাহক নিয়ে যাই তখন স্থানীয়রা জানায়, এ জমি জামায়েত নেতা ইউসুফ হাকিম সোহেলের বাবা আব্দুল হাকিমের এটা বিক্রি করা হবে না বলে উনি জানিয়ে গেছেন। তখন আমরা রেজিস্ট্রি অফিসসহ সংশ্লিষ্ট অফিসসমূহে গিয়ে জানতে পারি যে, জমি ইউসুফ সোহেল তার বাবার নামে লিখি নিয়েছে আমরা তৎক্ষণাৎ জমির খারিজ বাতিলের চেষ্টা করি।

এতে তার প্রতারণা ও সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন থাকায় আমরা ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হই। আমাদের এমডি নজরুল ইসলাম মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন। এছাড়াও ভুয়া দলিলের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তে দেয়ার পর পিবিআই জয়েন স্ট্রকে ইউসুফ হাকিম সোহেল কর্তৃক দেওয়া চেয়ারম্যান ও এমডি এর স্বাক্ষর নকলকৃত কাগজপত্র জব্দ করে।

তিনি আরও বলেন, একজন ইসলামী দলের নেতা এভাবে যদি জনতার সাথে প্রতারণা করে তাহলে সে এমপি হয়ে জনগণের কি উপকার করবে বরং সে তো জনগণের জমি সম্পদ আত্মসাৎ করবে যা ইতিমধ্যে ক্ষমতায় না থেকেও সে করেছে।
ইউসুফ হাকিম সোহেল স্বাক্ষর জালিয়াতি করে নিজের বাবার নামে সম্পদ লিখে দেওয়ার পরেও বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা তার সাথে বারবার বসার চেষ্টা করেও কোন সমাধান পাইনি এমত অবস্থায় ৫০০ শেয়ার হোল্ডারের জমি সমূহ উদ্ধার না হলে প্রত্যেকটি পরিবার ক্ষতির সম্মুখীন হবে। অনেকের একমাত্র সম্বল এই জমিগুলো। আমরা চাই ইউসুফ হাকিম সোহেল নির্বাচনে বড় বড় সততার বক্তব্য আর ভালো মানুষের মুখে বলি না আউরে আমাদের সম্পদ বুঝিয়ে দিন।

ভুক্তভোগী ওই নারী বলেন প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ও কুমিল্লার ডিসি এসপিসহ সকলের নিকট আকুল আবেদন আমাদের ৫০০ শেয়ার হোল্ডারের জমি উদ্ধারে সহযোগিতা করুন।