সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নয় প্রার্থীর নাম যাচ্ছে কেন্দ্রের মনোনয়ন বোর্ডে। একক প্রার্থীতার বিষয়ে কোনো ঐক্যমত্য না হওয়ায় এবং একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় মনোনয়ন প্রত্যাশী নয় জনের নামই কেন্দ্রে পাঠাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সূত্রে জানাযায়, উপজেলা সভাপতির মৃত্যু ও কোরাম সংকটের কারনে উপজেলা কমিটির পক্ষে উপ-নির্বাচনে চেয়ারম্যানপদে আ’লীগের প্রার্থী নির্বাচনে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।একক প্রার্থীতার বিষয়ে একাধিক বৈঠক ও মতবিমিয় করার পরও নেতৃবৃন্দ এবং
প্রার্থীগণ কেউই মতৈক্যে পোঁছতে পারেননি। সর্বশেষ রবিবার বিকাল সাড়ে তিনটায় সাবেক মন্ত্রী, সচিব এবং সংসদ সদস্য, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফার গুলশানস্থ বাসভবনে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার সহ উত্তর জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের উপনির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণের উপস্থিতিতে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৯ জন সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা করা হয় এবং এই ৯ প্রার্থীর নাম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে প্রেরন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তালিকায় নাম আছে যথাক্রমে-কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম (ভিপি) কামাল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (খোকন),জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, মাহবুবুর রহমান, সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান পুত্র ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ
পারভেজ, দেবিদ্বার উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক কাউসার হায়দার।
এ বিষয়ে কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, সচিব ও সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা বলেন,জেলা কমিটির বৈঠকে
আমরা একক প্রার্থী নির্বাচনে ঐক্যমত্য হতে পারি নাই। নির্বাচনে আগ্রহী ৯ প্রার্থীর নামই কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্তই হবে আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত।
কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাস্টার বলেন, আমরা উপস্থিত ৯ প্রার্থীর নামই কেন্দ্রে পাঠাব, তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত দেখে কেন্দ্র যাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেবেন আমরা তাকে নিয়েই প্রতিদ্বন্দ্বিতায় নামব।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। একই সাথে তিনি উপজেলা
আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন।